যখন দেখবে নিস্তব্ধ চারিধার
ভেবো না আমি নেই;
আমি নিস্তব্ধতার অন্তরালেই।
যখন খুব একাকিত্ব লাগে
ভেবো না আমি নেই;
আমি আছি স্মৃতি আগলেই।
যখন ঐ বাহু খোঁজে আলিঙ্গন
ভেবো না আমি নেই;
আমি আছি অনুভবেই।
যখন খুব সাধ জাগে
হৃদয়ের আকুতি শোনাতে
ভেবো না আমি নেই;
আমি কান পেতে মনকুঠিরেই।
যখন ঐ আঁখি খোঁজে দর্শন
ভেবো না আমি নেই;
আমি হৃদয়ের গন্ডিজুড়েই।
যখন খুব ক্লান্ত লাগে
ভেবো না আমি নেই;
আমি ব্যস্ত হৃদয়ের প্রশান্তিতেই।
যখন কষ্টে আঁখি ঝরে
ভেবো না আমি নেই;
আমি অশ্রুর প্রতিটি ফোঁটা জুড়েই।
যখন হৃদয়টা অস্থির
খুব বেশি এলোমেলো
ভেবো না আমি নেই;
আমি হাঁটছি হৃদয়ের পথজুড়েই।
যখন উল্লাসে বাঁধনহারা
ভেবো না আমি নেই;
আমি আছি ও ঠোঁটের হাসিতেই।
যখন খুব সাধ হয়
পাশাপাশি হাঁটতে
ভেবো না আমি নেই;
আমি আছি ছায়া হয়েই।