ভালোবাসা এমনই...
ঝরণার কলতানে,
ঘাসফুলের ডগায়,
ফুলের পাপড়িতে,
চিলতে-চিলতে,
আলো- ছায়ায়।
চোখের জলে,
ঠোঁটের হাসিতে,
কারণে -অকারণে,
হিসেবে -বেহিসেবে,
রাগে- অনুরাগে,
কাছে- দূরে।
এক অদ্ভুত শীহরণে কাটানো প্রহর
হৃদয়ের গহীনে কারো ধ্রুবছায়া
যার জয়ে উল্লাস,
ক্ষয়ে কাঁদা
কিছুক্ষণের নীরবতা
পাহাড় সম ব্যথা।
পাশাপাশি একটি মুহূর্ত
যেন অনন্ত,
শুধু ভাবলেই
সুখের রাজত্ব,
ভালোবাসা এমনই।