বিধাতার যতনে গড়া
নিষ্পাপ ও চেহারা,
আমি যতই দেখি
মুগ্ধতায় দিশেহারা।
চোখ চোখ পড়তেই
কোথায় হারিয়ে যাই,
অনেককাল খুঁজেছি
ও হৃদয়ে দেবে ঠাঁই???
স্বর্গটা চুরি করে
এনে দেবো তোমারে,
যদি বলো একবার
ভালোবাসো  আমারে।
তুমি,তারপর আর কিছুই না
তোমাতেই সব পাই,
হৃদয়টা খালি পড়ে
এ হৃদয়ে নেবে ঠাঁই???