সখী,
একি মায়ায় জড়ালি মোরে!
আমি একাগ্রচিত্তে,নিকূঞ্জে,নিভৃতে
শুধুই ভাবি তোরে।
আমি তোতে আত্মভোলা
নিজেকে খুঁইয়ে নিঃস্ব,
উজাড় করা ভালোবাসায়
আজ হৃতসর্বস্ব।
ওগো, অনন্যা,সুনয়না,সুকেশী,
তোর বন্দনায় নিজেকে সপেছি,
প্রেম দংশনে মোর হৃদয় বসিভূত।
ওগো, অনন্যমনা,সুকণ্ঠী,সুচিম্মিতা,
তোর পরশে হারিয়েছি দুঃখ,
তোতে করেছি নিজেকে বিসর্জন,
এ ভালোবাসা দুর্লঙ্ঘ্য।