আজ তনুর বিয়ে!!
এতদিনের কত স্মৃতি!
সেই প্রথম যেদিন দেখা,
সাদা ড্রেসে, কালো টিপে
বড়বড় কাজলি চোখে
লাজুক চাহুনি।
একটি বারের জন্য
মোর নয়ন সরেনি।
কুয়াশার চাদরে,
দুজনে কত স্বপ্ন বুনেছি।
কত কষ্টপ্রহর নষ্ট করে
ভালবাসা শিখেছি।
হায়! বিধি বাম,
বুকে খুঁড়ছি কবর,
ভেঙেচুরে মোর বুকের পাঁজর।
তবু কে যেন আওয়াজ তোলে
চিৎকারে-হাহাকারে বলে,
"তনু মরে নি!"