বাড়ি বাড়ি ঘুরে,করি শিশুজরিপ,বয়সী তালিকা,
এলাকাজুড়ে কতজন বালক আর কত বালিকা।
স্কুলগামী গেল কি স্কুলে খুঁজে করি বের,
কেউ যদি ঝরে পড়ে,বুঝিয়ে সুঝিয়ে তারে,টেনে আনি ফের।
কে কে চোখে কম দেখে,কে কে কানে শোনে কম,
কার সবই ঠিক তবে স্নায়ু রোগ অটিজম।
নতুন ভোটার যারা,দরজায় নাড়ি কড়া,তালিকায় তুলি নাম,
জীবনের ঝুঁকি নিয়ে,সারাদিন না খেয়ে,করি ভোটের কাম।
উপবৃত্তি পেতে,ব্যাংকার হয়ে যাই,খুলে দেই একাউন্ট,
হিসাব সহকারী,হিসেব কষে কষে,বের করি এমাউন্ট।
প্রতি পাঁচ বছর পরে,আয়-ব্যয় হিসেব করে,দারিদ্র্য হ্রাসে,
আমরাই খেটে যাই,বাড়ি বাড়ি ছুঁটে যায়,অনেকেই হাসে।
দশ বছর পর পর,আদম গণনা কর,তাও করি আমরা।
ক্লাসরুমে থাকা দায়,তবু শুধু শুনে যাই
"কী করো তোমরা?"