ব্যাটা,আর কাজ পেলি না
লিখছিস কবিতা,
কাকের চেয়েও কবি ঢের
জানিসনা তা!
প্লাটফরমটাও বেজায় সস্তা
ফেসবুক আর পোর্টাল,
এসব জায়গায় লিখে বেড়ায়
পাগল আর মাতাল।
আবেগ আর বিবেক রেখে
যুগের তালে চল্
কবিতা ক'জন পড়ে
বেকডেটেড,লুল!!!
বিজ্ঞ সাজার ভাবটা ধরিস
লাভটা কিরে ভাই!
ধৈর্য ধরে কবিতা পড়ার
অতসময় নাই।
লাইক বাটনে আঙুল ছোঁয়ায়
তাতেই তুই খুশ,
দু-চারটা মন্তব্যে
থাকেনা তোর হুশ।
আরে বলদ,সবই গলদ
সময় এখন দামী,
ফালতু কাজে নষ্ট করে
কে হবে বদনামি!