বেশ দূরে নয়,গলির মোড়ে
একটু যদি তাকাই,
কয়েকটি মুখ,রইল অভুগ,
আমরা ডাকি 'টোকাই'।
বয়স তাদের পাঠশালারই,
জীবনটাই পাঠশালা,
রোদ-বাদলে খেলছে তারা,
বেঁচে থাকার খেলা।
দেখছে তারা, শিখছে তারা,
'মানুষ' বলে কাদের।
তারাও মানুষ,এ সত্যটা,
শেখাবে কে তাদের।
:::::আসুন এই ঈদে পথশিশুদের জন্য কিছু করি::::