আমি সিংগেল, আছি বেশ!
রাত কি দিন ভাবি না,
মন না চাইলে ফিরি না,
বন্ধুর সাথে খেলায় মেতে
রাত করে দেই শেষ।
আমি সিংগেল, আছি বেশ!
তোরা যারা প্রেম করিস,
দেখলেই লাগে মায়া।
যেখানে যাস পেছন পেছন
গার্লফ্রেন্ডের ছায়া।
"কার সাথে কথা বলো,
ফোন কেনো দিলে না?
এক ঘন্টায় একটি বারও
খবর যে নিলে না?"
বারো মাসে,তেরো ডে
এটা দে, সেটা দে।
দিতে দিতেই নিঃশেষ
কিছুই তো মেলে না।
আমি সিংগেল, তাই স্বাধীন
ইচ্ছে আমার অধীন।
মন চাইলেই রাখি দাড়ি,
মন চাইলেই ক্লিন।
আমি সিংগেল, আমি স্বাধীন।
কখনও চুল কামিয়ে,
কখনও বাবরি চুলে,
আমার মতো চলি আমি
নেই কারো কমপ্লেইন।
তোরা যারা বিবাহিত
তাদের যে কি হাল!
তিরিশেই ষাট হয়েছিস
জ্যাকেট ছেড়ে শাল।
ভাবছিস দেখা যাবে
ক'দিন থাকতে পারি,
সঙ্গী ধরা, মানেই মরা
ক'দিন বেঁচেই মরি।
আমি সিংগেল, আছি বেশ!
থাকো সিংগেল,থাকো বেশ!