এ ধরাতে সুখী ক'জন?
ক'জন আছে সুখ মহাজন?
সব আছে যার সেও খালি,
হৃদয়টাতে জোড়াতালি।
কেউ পেয়েও আরো চায়
কেউ কাঁদে না পাওয়ায়,
কেউ যাতে ভাবে সুখ
কেউ তাতেই সুখে নাই।
কেউ কেউ ভাগ্যটারে
দোষ দেয় হতাশায়,
হারিয়ে সুখ কেউ
জীবনটার বদল চায়।
কেউ ভুল অঙ্ক কষে
অবশেষে সুধরায়,
নতুন করে জীবন খাতায়
অঙ্ক কষার চেষ্টায়।
সুখী হতে চাও যদি
মেনে নাও নিয়তি,
প্রকৃতিকে বদলে
সুখী হওয়া যায় কি???