কারণে-অকারণে
ভেতরে-বাহিরে,
আসা-যাওয়া।
সুখে-দুখে,
কাছে-দূরে,
চাওয়া-পাওয়া।
সাদা-কালো,
রোদ-বাদল,
হাসি-কান্না।
ছোট-বড়,
ভাঙা-গড়া,
লেনা-দেনা।
প্রেম-বিরহ,
জয়-পরাজয়,
দিন-রাত।
আলো-আধার,
বন্দি-মুক্ত,
রাগ-বিরাগ।
শুণ্য-পূর্ণ,
সময়-অসময়,
আছে-নেই।
এপিঠ-ওপিঠ,
ভাল-মন্দ,
শুধু সে'ই।