কাজী কাদের নেওয়াজের সেই কবিতা
"শিক্ষাগুরুর মর্যাদা"
বাদশাহ আর শাহজাদা,
শিক্ষক সেথায় রাজার রাজা।
সেই থেকে পণ,চাই এ আসন
মর্যাদায় যা উর্ধ্বে।।
কিন্তু একি!!!
নেইতো সেদিন!!
শিক্ষক আজ মর্যাদাহীন।
যাঁর কাঁধে ভার জাতি গড়ার,
আধার চিরে মশাল জ্বালার।
আজ কেন সে নিজের খোঁজে
আন্দোলনে রাজপথে।
আজ কেন সে শির নুইয়ে
ন্যায় বিচারে আদালতে।।
ধরা জুড়ে শির উচিয়ে আজকে যত জাতি,
শিক্ষা গুরুর মর্যাদা করছে দিবারাতি।।
জাতির বিবেক ঘুমের ঘোরে
সে জাতি কি জিততে পারে,
যে জাতির কারিগরের
নিজ হৃদয়ে ভাঙন ধরে।।