স্বাধীনতা তুমি অনেক সাধন,
ছেলেহারা মায়ের ক্রন্দন,
বিধবার ঐ সাদা শাড়ি,
বোনের সম্ভ্রম।
স্বাধীনতা তুমি লড়ে যাওয়া,
রক্ত নদী পাড়ি দেওয়া,
ত্রিশ লক্ষ প্রাণ বিলিয়ে
ছিনিয়ে আনা ধন।
স্বাধীনতা তুমি চেতনা,
হারলে জেতার প্রেরণা,
মরুর বুকে প্রাণ তুমি
সবুজে ঘেরা বন।
স্বাধীনতা তুমি নতুন সূর্য,
লাল- সবুজ পতাকা,
বিশ্বের বুকে মানচিত্রে
বীরের গল্পকথন।