আজকে তোরা বাঁকা পথে
পৃথিবীতে আসিস,
বৃষ্টি ফোঁটা মাথায় পড়ার
সাথেই তোরা কাশিস।
আমরা কিন্তু বাদল দিনে
কদম গাছের ডালে,
ইসকুল ব্যাগ ভরে নিতাম
কদম ফুলে ফুলে।
ভেজা কাপড় গায়েই শুকোয়
আবার যেত ভিজে,
সর্দিকাশি কিনবা জ্বর
আমরা বুঝিনি যে।
আজকে তোদের ধরলে জ্বরে
এন্টিবায়ো লাগে,
ঢাললে মাথায় পানি মোদের
জ্বর যে যেতো ভেগে।
কারণটা কী খুঁজতে গিয়ে
বেগ হলো না পেতে
এন্টিবডি নষ্ট তোদের
ভেজাল খেতে খেতে।