কৈশোরে তুমি ঘরে ঘরে
পাড়ায়-পাড়ায়, গলিতে-গলিতে,
ঈদে-পুজোয়, পিকনিক-বিয়েতে।
ছিলে কষ্টে, ছিলে হাসিতে,
প্রেমিকের চিঠির কালিতে।
কলেজের ফাংশনে,বন্ধুদের আড্ডায়।
"সেই তুমি কেন এত অচেনা হলে"😰😰😰