তন্ত্র-মন্ত্র বুঝি না
রাজনীতি করি না,
স্বার্থ সিদ্ধি করি,
রাজনীতিতে চড়ি।
রাজনীতি মানেই তো
ক্ষমতার প্রতাপ,
দাপট দেখে, পাবলিকে
নেতার দেয় খেতাব।
মুনিব বেচে, আপনি বাঁচি
ক্ষমতার গরমে,
দলের কাঁধে ভর দিয়ে
দলকে ডুবাই চরমে।
আদর্শের লেবাজ গায়ে
অন্তরে তা পুষি না,
ক্ষমতার রদবদলে
দলের ধার ধারি না।