সূর্য ওঠার আগে
পাখির মধুর ডাকে,
আমরা যেতাম জেগে,
দলবেঁধে ছুট মক্তবে।
মাঠ ডিঙিয়ে পাঠশালাতে,
বইখাতা সব থাকতো হাতে,
ক্লাস করতাম গাছতলাতে,
নয়ত খোলা মাঠে।
সূর্য তোদের আগেই জাগে,
পাকপাখালি আর না ডাকে,
মক্তবের সময়টাতেই
থাকিস তোরা ক্লাসে।
স্কুল তোদের দূরশহরে,
বইখাতা সব ব্যাগে ভরে,
বারোমাসই গাড়ি চড়ে,
মা-খালা রয় সাথে।
মোদের বিকেল কাটতো মাঠে,
হরেক রকম খেলা শেষে
গোসল করে তাল পুকুরে,
সন্ধ্যা হতো ঘাটে।
তোদের এখন টিউটর এসে
সারা বিকেল যায় পড়িয়ে,
কিছু সময় কাটাস তোরা
বেলকনি বা ছাদে।