সব আছে তবুও কেন শূণ্য!
হৃদয়ে অনিমেষ সুখ তবুও অপূর্ণ।
রৌদ্র ডানায় ভেসে স্বপ্ন ছুঁতে যাওয়া,
ক্লান্ত দেহে নিথর মনে আধাঁরের সাথে কথা,
অশান্ত তনু মনের দাবিগুলো গলা চেঁপে ধরা,
জলাধারের পাশে দাঁড়িয়ে পিপাসায় কাতরানো,
হাত বাড়ালেই যা পাই, হন্যে হয়ে খোঁজা,
নিজের অজান্তে দীর্ঘশ্বাসের উত্তপ্ত বালুকায় নিজেকে পাওয়া,
মায়ার জিঞ্জিরে বন্দি অস্থির জীবনযাপন,
বাস্তবতায় দাঁড়িয়ে কল্পলোকে ভাসা।