একটা সময় একলা জীবন সঙ্গী খোঁজে,
কাউকে দেখে হৃদয় মাঝে ঘণ্টা বাজে।
একটা সময় আবেগি মন ছটফটানি,
উদাস হয়ে, নিজেই ক্ষয়ে, প্রহরিণী।
এভাবেই হৃদয় চরে প্রেম জাগে,
সাদা কালো সবকিছুতেই রং লাগে।
একটা সময় হৃদয় চরে প্রেমের বাগান,
সেই বাগানের ফুলে গাঁথা স্বপ্নমালা।
স্বপ্নে খাওয়া,স্বপ্নে নাওয়া,স্বপ্নে ভাসা
স্বপ্নে-স্বপ্নে কাটিয়ে দেওয়া অনেক বেলা।
কিছু প্রেম মিছিল করে স্বীকৃতি চায়,
আর কিছু স্বপ্নরাজ্যে হারিয়ে যায়।
আর কিছু খুন হয় হৃদয় চরে,
কিছু প্রেম ভালোবেসে নীড় গড়ে।