কবুল পড়ে নিজের করে
আনলে যবে ঘরে,
নাড়ির মায়া ছিন্ন করে
তোমার হাতটি ধরে।
সবকিছুই নতুন লাগে
অচেনা সব মুখ,
তোমায় বড্ড আপন লাগে
দেখলে জুরায় চোখ।
পথপানে চেয়ে থাকে
ফিরবে কখন ঘরে,
ঠাঁই দিয়েছে তোমায় সে যে
সবারই উপরে।
থাকলে দূরে,মন পোড়ে
কি তীব্র বাসনা!
ভাল থাকো,নিরাপদে
সারাক্ষণ প্রার্থনা।
জয়ে হাসে,ক্ষয়ে কাঁদে
যেন দু'দেহে একজনই,
দেহের ভেতর বসত করে
তোমার অর্ধাঙ্গিনী।

********************