তুমি আসবে বলেই
দরজাটা খোলা রাখি
বারবার দেই উঁকি,
বাজবে সাইকেলের রিং
ক্রিং ক্রিং ক্রিং।
রাতে ঘুম ঘুম চোখে
বলি,বারবার মাকে
কখন আসবে তুমি?
বাজবে সাইকেলের রিং
ক্রিং ক্রিং ক্রিং।
আজ জেদ ধরেছি
যাবো গাঁয়ের হাটে,
খাবো রসগোল্লা
বসে দোকানপাটে।
তুমি আসবে বলেই
আমি স্নান করিনি
দুধ-ভাত ধরিনি,
বাজবে সাইকেলের রিং
ক্রিং ক্রিং ক্রিং।
তুমি আসবে বলেই
কত গল্প সাজাই
থাকি অপেক্ষাতে।
মাকে দেই হুমকি
কত নালিশ জমায়,
বাজবে সাইকেলের রিং
ক্রিং ক্রিং ক্রিং।