একটা সময় থেমে যাবে সমস্ত কোলাহল,
নীবরে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে ধরনী।
তখন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটি-  
মিটমিট করলে,
বুঝবে আমি তোমায় ডাকছি।
সেই রাতে তুমি জেগে থেকো বন্ধু
ঘুমিয়ে পড়ো না।
আর হ্যাঁ, ফুলের গন্ধ পেলে
বুঝে নিও আমি আসছি।
আর যদি কোকিল ডাকে,
ভেবো আমি আর বেশি দুরে নই।
তারপর হঠাৎ ফুরফুরে বাতাস এসে
তোমার গায়ে লুটিয়ে পড়লে,
বুঝবে আমি এসে গেছি।
সেই রাতে তুমি জেগে থেকো বন্ধু
ঘুমিয়ে পড়ো না।