এক পা, দু'পা করে
তুই এলি মনের ঘরে।
মনটা আমার কেনো রে তুই
গেলি ভেঙেচুরে।
তোর জন্য বুকের মাঝে
এখনও প্রেম জমা,
সর্বগ্রাসী,সর্বনাশী
পাবি না তুই ক্ষমা।