অদ্ভুত এ পৃথিবী!
কেউ পেয়ে হারায়,
কেউ পেতে না চায়,
কেউ কাঁদে না পাওয়ায়।
কেউ সাদা চায়,
কেউ চায় কালো,
কেউ শুধু আলো।