পাপে ডুবে পূণ্য খুঁজে
কী আর লাভ হবে!
তুই, থাকতে বেলা ভাসা ভেলা
ডুবিস না রে পাপে।
মানব জনম পেয়েও যদি
ফিরলি খালি হাতে,
সবই রবে পড়েরে তোর
পাপ-পুণ্যই যাবে সাথে।
এমনও মানব জনম
আর কীরে পাবে।
তুই, থাকতে বেলা ভাসা ভেলা
ডুবিস না রে পাপে।
তোর নিজগৃহে রেখে সোনা
কিসের খোঁজে ঘুরিস কানা।
খুঁজে দেখ ভালো করে
মনের পর্দা খুলে।
থাকতে বেলা ভাসা ভেলা
ডুবিস না রে পাপে।
যার কারণে পথ হারালি
সে কী নেবে খুঁজে
সময় থাকতে নিজেরই পথ
নিজেই নে না বুঝে।
যেদিন তোর ডাক আসিবে
সব কিছুই পড়ে রবে
একা একাই যেতে হবে
কেউ যাবে না সাথে।
থাকতে বেলা ভাসা ভেলা
ডুবিস না রে পাপে।