চোখে তার নেশা
হারিয়ে দিশা,
অবশেষে নিজেকে
খুঁজে পাই তার মনে
ও চোখ বড় যাদু জানে।
চাইলে এক পলক,
হৃদয়ে এক ঝলক
সারাক্ষণ জ্বালাতন
হৃদয়ে বিচরণে
ও চোখ মোরে কাছে টানে।
নিজেকেই করি খুন
আষাঢ়ে ফাগুন
ভাবতে ভালো লাগে
কিছুটা অভিমানে
ও চোখে চোখ শিহরনে।