চারদিকে শুধুু নেতা
এ নেতা, সে নেতা
বাপ -ছেলে সব নেতা।
হাতি নেতা,পাতি নেতা
কেউ স্বঘোষিত নেতা।
শ্রমিক নেতা,ছাত্রনেতা
কৃষক নেতা,উলামা নেতা,
যুব নেতা,প্রবীণ নেতা
পদে পদে শুধুই নেতা।
সব নেতারে এ অধমে
চিনি গো দু নামে,
কেউ নেতা কামে
আর কেউ  নেতা নামে।
ইতিহাসও বলে
নেতারা দু দলে,
নায়ক আর খলনায়ক
শিখরে, কেউ তলে।