তুই আমার কেউ ছিলি না
তুই'ই ছিলি সব,                                           স্পর্শে তুই ছিলি না
তুই'ই অনুভব।
জানবি না কী হারিয়ে,
কোথায় জমা ব্যথা,
শুনবে কে,হয়নি বলা
অব্যক্ত সব কথা।
তুই আমার সুখ ছিলি না
তুই'ই ছিলি হাসি,
তুই আমার প্রেম ছিলি না
তুই'ই প্রেয়সী।