বত্রিশটি বসন্ত গত হলো
কোকিলার দেখা নাই,
মা আজ মৃত্যুযাত্রী
তাঁর বৌমা চাই।
পাত্র আমি মাস্টারমশাই
কুড়ি বিশেক মাইনে পাই,
বাজার বেটা বড্ড চড়া
কোনো মতে দিন কাটাই।
বিয়ের বয়স হয়েছে ঠিকই
মনের জোর হয়নি,
তাইতো আজও একলা হাঁটি
মনের মানুষ পাইনি।।
জোর কি করে পাবো ভাই?
আমি যে মাস্টারমশাই!
বিয়ের বাজারে বেজায় সস্তা
ঘটকালিতে কেউ নাই।।
আমার আবার ভাবনা অনেক
এমন কাউকে চাই,
দুজন মিলে করবো কামাই
অভাব নেবে বিদায়।
কিন্তু কেউ সাড়া দেয় না;
দোষ আমার একটাই,
আমি করি স্বল্প কামাই
আমি মাস্টারমশাই।।
মাকে তাই বলে দিলাম
বৌমা তোমার নাই!!
ছেলে তোমার মাস্টারমশাই
তাদের পয়সাওয়ালা চাই।।
হোক না তা সাদা, কালো
তাতে ক্ষতি নাই,
আদর্শ আজ লাশ হয়েছে
সততার দাম নাই।।