ভাবছিলাম লিখব না আর কবিতা,
হৃদয়টারে করব না আর নৌকো,
কষ্টগুলো বাঁধব না আর নীলফ্রেমে,
শেষ বিকেলে দেখব না আর স্বপ্ন।
ভাবনাকে তার গলির মাঝেই
পারতাম যদি দিতে চাপা,
নিজেকে না হয় নতুন করে
ধুয়ে নিতাম গঙ্গায়।
ভাবছিলাম লিখব না আর কবিতা,
স্মৃতির ফিতায় থাকবে না আর কোনো গান,
নিজবৃত্তেই রাখব আড়াল নিজ খেয়াল,
কষ্টগুলো উড়িয়ে আর দেব না,
গড়ব বসত, করব তাদের আরাধনা।
অনেক তো পথের বাঁকে একলা মনে
নিজেকে খুঁজে পেতে তার গহীনে,
ভাবছিলাম পথ চেয়ে তার থাকব না
হয়ত তাই কবিতা আর লিখব না।