রাত বিরাতে স্বপ্ন গুলো চুরি হয়ে গেল
একটা হৃদয় নীরব কাঁদে খবর কি কেউ নিল,
কী অপরাধ যায়নি বলে কেনো মিছে খেলা
উজাড় করা ভালোবাসায় কেনো অবহেলা।
হয়ত দুখে পাথর এ বুক ব্যথায় কাতর বিষে
বেঁচে আছি থাকব বেঁচে রাখবো বুকে পুষে,
একটা সময় গড়ব বাসর নতুন কারো সাথে
ভুলে যাবো এক পাষাণী হাত রেখেছে হাতে।
চাইবো তখন ভুলে যেতে অতীত স্মৃতি যতো
স্বপ্ন গড়ে ভুলে যাবো স্বপ্ন ভাঙার ক্ষত।
যায় কি ভোলা প্রথম দোলা প্রথম কাছে আসা
হয়তবা না হয়ত ঠিকই কষ্ট ভুলে হাসা।