করোনায় নিরুপায়, বাঁচার উপায় চাই,
আমি ব্যাটা অজ্ঞ, কতো বিশেষজ্ঞ!
হাজারটা ফর্মুলা, বাঁধিয়েছে ঝামেলা,
পরেছি মুশকিলে, বাঁচবো কী খেলে!
কেউ বলে আদাজল, কেউ বলে রসুন,
ফরযে গরজ নেই, নফলেতে বসুন।
কেউ বলে রং চা, বেশি বেশি করে খা,
কেউ নারকেল তলে,শুধু পানি ঢেলে যা।
আবার শুনতে পাই, গোমূত্রে বাঁচা যায়,
কেউ কেউ স্বপনেও পাচ্ছে যে উপায়।
অনেকেই আমরা এর সবই গিলছি,
একজনে জানলেই অন্যকে বলছি
এভাবেই কমে যায় ঈমানের বল,
করোনা, কিছুনা, এসবেরই ফল।