বলো,
আমাকে জানাও।
এই যে প্রণয়
এতোটা অনুনয়
লুকোচুরি হৃদয়ের লেনাদেনা।
নিষ্ঠরতার আশ্রয়ে কামনাকে দমিয়ে রাখা
স্বপ্নতুলিতে হৃদফ্রেমে অস্পষ্ট ছবি আঁকা
জড়িয়ে ধরে আবারও ছাড়িয়ে নেয়া
হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ানো
জীবনের অঙ্কের হিসেব কষা।
হাতে হাত রেখে পাশে বসা
তারপর শুণ্য হাতে ফেরা।
নয়ন জুড়ানোর আগেই ফিরিয়ে নেয়া
স্বপ্ন গড়া, স্বপ্ন ভাঙা
দিনকে দিন ক্ষয়ে যাওয়া
আনমনে ভাবনাময় রাত্রিযাপন।
হতাশার বুকে স্বপ্নের বীজ বোনা
ক্ষণে কাঁদা, ক্ষণে হাসা
ক্ষণে ডোবা, ক্ষণে ভাসা।
কান পেতে হৃদয়ের আকুতি শোনা
কাঁটাভরা ফুলে বাসর গড়া
বিহরের অনলে সুখ পাখিটাকে পলে পলে মারা।
হৃদয়ের ডাকে ঘর ছাড়া
অতৃপ্ত হৃদয়ে ঘরে ফেরা
সারাক্ষণ হারানোর ভয়ে থাকা।
না বলা কথার পাহাড় গড়া
সবকিছু অচেনা লাগা
হাত বাড়িয়েই ছুঁতে চাওয়া
অকারণে মন খারাপ হওয়া
আশায় আশায় প্রহর কাটানো।
কবে, কতটা সময় গড়ালে পরিশেষ হবে।
কবে তোমায় কাছে পাব
একান্তে শুধুই আমার করে।