**************************

কুরবানির ঐ মাংস,
হবে তিন অংশ।
একভাগ আত্মীয়জন,
একভাগ গরীব-মিসকিন,
একভাগ নিজে।
বড় লোকের আত্মীয়রা
কুরবানি দেয় জোড়া-জোড়া,
গরীবের কপাল খেল
সর্বনাশা ফ্রিজে।
হাড়গোর দেয় ছিটিয়ে
গরীব-মিসকিন নেয় কুড়িয়ে
কুরবানি কি একেই বলে,
তাকওয়া কি ভোজে?

**************************