এই শতকে যার,
ফেসবুকে নেই ঠাঁই,
তার মত হতভাগা,
খুঁজে পাওয়া ভারী দায়।
হোক সে টিনেজার,
বুড়ো বা বুড়ী।
ধাঙর,কামার,চামার,
মুটে বা ক্ষুরী।
ডাক্তার,কবিরাজ,
ইমাম,কাজী।
তস্কর,লস্কর,
লুটেরা,পাজি।
বাহারি সব নামে কামে,
কত শত আইডি,
বি.এ আর এম.এ পাশ,
না পেরিয়েই গণ্ডি।
কেউ কেউ পুং থেকে
হয়ে যায় নারী,
বোকারা খায় ধোকা
কি সে বাহাদুরি!