ভাবতেই অবাক লাগে!
বিশাল এই পৃথিবীতে আমি সামান্য নই,
আমার অস্তিত্ব কোনো মরীচিকা নয়,
কারো কাছে আমি অসামান্য,অতুলনীয়।
আমিই তার পুরোটা পৃথিবী!
কেউ আছে যে আমাকে বোঝে,
এ মনের এপিঠ-ওপিঠ চেনে।
অস্থিরতায় হয় শান্ত্বনা,
কাঁদলে, সেও ধুঁকরে কাঁদে।
আমি বারবার তাকে ফিরিয়ে দিই,
যন্ত্রনার তীরে ক্ষত-বিক্ষত করি,
তারই ভালোবাসার টানে আবার ছুটি,
সেও জড়িয়ে নেয় ভুলে সব যন্ত্রণা।
তার স্পর্শে এই পৃথিবীটা রঙিন,
দগ্ধ এ জীবনে সুখ সীমাহীন।
আমি ব্যর্থ তাকে সাজাতে,
শুধুই পারি ক্ষণে ক্ষণে কাঁদাতে।
তবুও সে প্রেমময়ী,উদার,ক্ষমাশীল
খুঁজে পায়,আমার সবকিছুতেই আনন্দ অনাবিল।
রচনাকাল:২৬ আগস্ট,২০১২ ইং