কতদিন......
তারও হিসেব জানা নেই,
দিন,তারিখ মনে নেই,
আজ যেন কী বার?
একটা সময় যন্ত্র মনে
ভাবতাম ক্ষণেক্ষণে,
যদি কদিন থেমে যেতাম
প্রাণ ফিরে আসতো প্রাণে।
কতদিন......
টঙের চা খাইনি,
বন্ধুদের আড্ডায় যাইনি,
আজ যেন কী বার?
বসন্তের দিন শেষে
কালবৈশাখীর আভাসে,
মন জুড়ে অজানা শঙ্কা
তছনছ সব নিমিষে।
আর কতদিন....
বন্দী যেন নিজের কাছে,
কারাগারে আছি বেঁচে,
আজ যেন কী বার?
আমি ছুটি চাই না ছুটি,
চাই, আপন মনে ছুটি,
চাই, পেতে মুক্ত বাতাস
যতই ক্লান্তি, যতই লুটি।