তোর চোখের তারায়
কী দেখেছি
জানিস কি?
সেথা অনেক ব্যথা,
অনেক কথা,
শুনাবি কি?
সেথা রাগ জমানো,
অভিমানও,
কতো ঘৃণা।
আবার প্রেম খুঁজে পাই
সুখ খুঁজে পাই,
ঠিক কিনা?
সেথা সকালটা মেঘময়,
দুপুরটা কালো,
আবার বিকেলটা রোদেলা
রাত্রিতে আলো।
তোর চোখের তারায়
যা দেখেছি,
সব চেনা।
তবু কোথায় যেন
কী লুকানো
খুব অচেনা!!