ভালোবাসার ভীরু কাপনে কম্পিত,
অসাড়,অচঞ্চল,বিষাদময় হৃদয়।
শুকনো পাপড় যে ভালোবাসা;
হতাশার বালুচরে বাসা।
অবাস্তব যার বসন্তবাসর
প্রতীক্ষার দীর্ঘ প্রহর
এ যেন বিষাদসিন্ধু!
তবুও অজানা সুখে বিভোর,
অতৃপ্ততায় সুখী,না পাওয়াতেই তুষ্ট,
সে চোখের সন্নিকটে ভেবে।
আকাশ যেমন তার বুকে তারা রাখে
এ বুকে রাখবো তারে আজীবন।
হঠাৎ ভাসবে, আবার হারাবে।
নিস্তব্ধ কোনো রাতে বৃষ্টি হয়ে
তার অপরূপ দেহ ভেজাবো,
এটুকু পাওয়াতেই হৃদয় পরিপূর্ণ।
সীমাহীন কষ্ট নিয়ে যদি নেই বিদায়
সে জানবে অসীম ভালোবাসা তার প্রতি।
তার পাথর দুচোখে অশ্রু গড়িয়ে পড়বে
হাহাকারে ভেঙে পড়বে হৃদয়,
তখন সে মোর ভালোবাসা চাইবে
যখন সে তা পাবে না।