ভীড় জমেছে দোকানপাটে,
আর কটা দিন পরেই ঈদ।
'নিউ কালেকশন',হাল ফ্যাশন
খুঁজতে গিয়েই হারাম নিদ।
জোড়ায় জোড়ায় কিনছি সবাই
নামিদামি কাপড় ও ভাই!
ভাবছি কি কেউ গরীব দুখীর
ঈদ কাটে যে বিপরীত।
ফুটপাতের ওই সস্তা জামা
পেলেই যারা চাঁদটা পায়,
কেমন করে তা জুটাবে
মজুর বাবা অসহায়।
কত মা শাড়ি কেটে
গড়ছে নাল পিরান,
মায়ের শাড়ি থাকবে মায়ের
হাতটা যদি বাড়ান।
ঈদ কাটুক ভাই সবার ঘরে
দুঃখ ব্যথা ভুলে,
ধনি গরীব এক হয়ে যাই
হৃদয় দুয়ার খুলে।