এই বুঝি হারালো সে
এই বুঝি বুকটা ফাঁকা,
এই বুঝি বলবে এসে
বিয়েটা আমার এবার পাকা।
এবার ঈদে কিছুতো দেবো
তাকে নিয়ে ঘুরতে যাবো,
টিউশনির টাকা আগে কী পাবো,
নাকি এবারো ধোকা।
এই বুঝি কলটা কাটলো
এই বুঝি ফুরালো টাকা,
এই বুঝি মনটা ব্যাকুল
কিছুক্ষণ আরো বলতে কথা।
আর কতদিন এভাবে বলো
আমি যে আর পারছি না,
জলদি একটা চাকরি ধরো
নইলে আমায় পাচ্ছো না।
এই বুঝি মনটা খারাপ
এই বুঝি যন্ত্রণা,
তাকে ছাড়া বাঁচি কী করে
ধরে রাখতেও পারবো না।।