সে এক অদ্ভুত অনুভূতি,
অনেকটা সরষের ক্ষেতে
বাতাসের ঢেউয়ের মতো
নতুবা একঝাঁক সাদা বক যেমন ওড়ে,
প্রথম যখন দেখেছি তারে।
তারপর সে কি অস্থিরতা,
বুকটা শুন্য শুন্য,
নিজের মাঝেই নেই নিজে।
পিপাসিত তনু-মন
বারবার খুঁজে ফেরে।
স্বাক্ষী জোনাকিরা,
কত দীর্ঘ রাতে,পারিনি ঘুমাতে
কি এক তীব্র আকাঙ্ক্ষায়
কাছে পাওয়ার অপেক্ষায়
ছটফটানি এপাশ ওপাশ করে।
আজ হাত বাড়ালেই ছুঁতে পারি
জরিয়ে হৃদয় শান্ত করি
তবু জাগে শিহরণ, মনে আলোড়ন
আজও খুঁজি সেই অনুভূতি
বারোটি বছর ধরে।