বলতেন বাবা,
"শোন্ রে বাছা,
অন্যায়ে মাথা নত করবি না,
রুখে দাঁড়াতে কভু ডরবি না।
যদি আসে মহাবিপদ,
সত্যের পথ ছাড়বি না।"
আমিও আজ বাবা,
নিজ সন্তানকে বলি,
"সবকিছু দেখেও দেখবি না।
সব কথা কান দিয়ে শুনবি না।
যেখানে যাই হোক
বিপদে পড়বি না।"
হয়ত আমিই ভুল
ঠিক ছিল বাবা,
পঁচে যাওয়া এ সমাজে
ভুল কি রে ভাবা?