ভুলে যাও আমায়!
কেন?
আমি যে মরিচিকা;
দেখছো ঠিকই, ছুঁতে পারবে না।
আমি না হয় অনুভবেই ছোঁবো।
কেনো বুঝতে চাও না!
হতাশার চাদরে ঢাকা যে হৃদয়,
ভেঙেচুরে চুরমার,
তোমায় কী দিয়ে রাঙাবো!
আমি না হয় নিজেই সাজাবো।
আবেগে তুমি অন্ধ,
তাইতো প্রলাপ বকছো।
কিন্তু,বড়ই নির্মম বাস্তবতা,
নিজেকে তাই সামলে রাখো;
আমি অতি তুচ্ছ, অতি নগণ্য।
আমি যে তাতেই তুষ্ট
শুধু হৃদয়ে চাই ঠাঁই,
আর যদি ফিরিয়ে দাও
তবে হৃদয়টা রেখে দাও,
তুমি ছাড়া সে যে বড়ই নিঃস্ব!