চেনা তবু অচেনা
হৃদয়ে গোপনে হানা
ভালবাসা বেঁধেছে দানা
অবশেষ, ইতিহাস রচনা।
কত পথ হাঁটা, পথে শত কাঁটা
তবু থামেনি, তবু দমেনি
তবু অস্থিরতায়, তবু ব্যাকুলতায়
সেই মায়া মুখ ছিল সান্তনা।
কত এলো ঝড়, হৃদয় তোলপাড়
তবু পারেনি,তবু ছাড়িনি
তবু ভাবনাতে, তবু একসাথে
ভালবাসা হার মানে না।