আকাশের মতো বিশাল,
প্রকৃতির মতো উদার, এই হৃদয়ে আমার।
চিরদিনই রয়ে গেলো,
না পাওয়া এক, ভালোবাসার হাহাকার
এতোটুকুন ভালোবাসা,
পোড়ামাটির মনটা কভু পেলো না।
কাছে এসে ভালোবেসে,
কখনো সে বুকে টেনে নিলো না।
ভালোবাসার কাঙাল আমি,
ভালোবাসা পেয়ে ধনী বনেছে অনেকজনা।
আফসোস ভালোবাসার এই পৃথিবীতে,
ভালোবাসা টাই পেলাম না।
এ জীবন না হয় দিয়েই দিতাম,
তার জন্য বিলিয়ে অকাতরে।
তিল পরিমাণ ভালোবাসা,
যদি সে দিতো,এ কাঙালের অন্তরে।
তার ভালোবাসায় ছিলাম আমি,
পাগলের মতো দিশেহারা।
কিন্তু কঠিন হৃদয়ের মানুষ সে,
প্রেমে দেয়নি কভু সারা।
জানিনা আড়ালেই বসেই কি সে,
ভালোবেসে ছিল নাকি মোরে?
মনের কথা ভেতরেই রেখে,
শুধু কঠোরতা গিয়েছে প্রকাশ করে।
আজো তাঁকেই পাবার আশায়,
ব্যাকুল আমার মন ও প্রাণ।
অপেক্ষায় আছি তারি জন্য,
নিয়ে শিউলী ফুলের মালাখান।