যতটা যন্ত্রণা আমি, সয়েছি নীরবে।
ঠিক ততটা যন্ত্রণা, তোমারও একদিন হবে।
যদি তুমি চাও, দুঃখ আরো দাও।
তাতে যদি সুখ পাও, আমি সয়ে যাব তাও।
আমার যন্ত্রণা গুলো, তোমার হবে যে দিন।
সত্যি আমায় তুমি বুঝবে সে দিন।
কতোটুকু ভালো আমি, বেসেছি তোমাকে।
সেই দিন বলবে, ভুলে যাবেনা কভু আমাকে।
বর্ষায় যেমন পানি, কানায় কানায় ভরে যায়।
ফের মৃত নদী তার, জীবনকে ফিরে পায়।
বসন্তে কোকিল গায়, উড়ে যেমন সুখেতে।
প্রকৃতি কাঁদেনা আর, বিরহ দুঃখেতে।
তেমনি সুখেতে আমি, শূন্যে যাব উড়ে।
সেদিন যন্ত্রণা গুলো, সবি যাবে ঝরে।
তেমনি আমার মন, ফিরে পাবে নব প্রাণ।
সেদিন রবে না আর, কোনো ম্লান।
তুমি আমাকে যন্ত্রণা, দিয়েছো যতটা।
মনে আমার সান্ত্বনা, রবে শুধু একটা।
তোমার শত যন্ত্রণা, আমি সয়ে গেছি ধুকে ধুকে।
তবু আমাকে তো তুমি, রাখবে তোমার ঐ বুকে।