স্বপ্নের মঞ্চে রাজা সেজে প্রফুল্ল মনে,
সিংহাসনে বসে থাকা আমার আমিকে।
বাস্তবতা যখন এসে,
হাত জোর করে টেনে নিয়ে যায় গ্রীনরুমে।
শিল্পীদের মেকআপ করার আয়নায় ,
লাগানো পর্দা সরিয়ে।
দেখতে বলে, নিজের মনগড়া প্রতিচ্ছবিকে।
আয়নায় পলক পড়তেই, আচমকা আতকে উঠি।
মাথায় আকাশ ভেঙে পড়ে, যেন পিষ্ট হয়ে যাই।
হঠাৎ বজ্রপাতে, যেন ভষ্ম হয়ে যাই।
আমার স্বপ্নভঙ্গ হয়।
এটা... এইটা কে? এ কোন আমি?
এটা কি আদতে আমি?
অজান্তেই হাতগুলো গাল টাকে স্পর্শ করে।
নিশ্চিত করে, হ্যা এটাই তো আমি।
এ আমার-ই প্রতিচ্ছবি।
তখন বিবেক থেকে একটাই বাক্য উচ্চারিত হয়,
"আমি রাজা তো দূরের কথা,
রাজসভার একজন হওয়ারও যোগ্য নই"।