স্বার্থের পৃথিবী,
তুমি তোমার স্বার্থ নিয়ে থাকো।
নিঃস্বার্থভাবে আমি তোমা থেকে চলে যাব,
মিছে স্বার্থের টানে তোমার কাছে ফিরে আসব নাকো।
স্বার্থের পৃথিবী,
তুমি তোমার স্বার্থ নিয়ে থাকো......!
আবেগহীন ভালোবাসা নিয়ে,
আর কাম প্রধান প্রেম দিয়ে,
তুমি তোমাতেই মেতে থাকো।
আমি বিবেক কে বিসর্জন দিয়ে,
তোমাতে হাত মেলাবো নাকো।
স্বার্থের পৃথিবী,
তুমি তোমার স্বার্থ নিয়ে থাকো......!
নীতিহীন রাজনীতি করো তুমি,
মিথ্যে বলো পদে পদে,
সততার কথা বলে যাবই আমি,
চাই! যতই ফেলো আমায় বিপদে।
তারপরেও তোমায় আমি,
ভালো বলে জানবো নাকো।
স্বার্থের পৃথিবী,
তুমি তোমার স্বার্থ নিয়ে থাকো......!
সবলের পূঁজা করে যাও তুমি,
অধমকে মারো দিনে রাতে,
তাই তো তোমায় ঘৃণা করি আমি,
থাকতে চাই না তোমার সাথে।
খোদার কাছে তাই, দু'আ করে যাই,
আমায় তোমাতে কখনো মেলায় যেন নাকো।
স্বার্থের পৃথিবী,
তুমি তোমার স্বার্থ নিয়ে থাকো......!
দুর্নীতি কে তুমি করেছ পুঁজি,
লোভ দেখিয়ে দল করেছ ভারী,
নীতির পথে হেঁটেই যাবো আমি,
তুমি চালাও তোমার দুর্নীতির গাড়ি।
সোজা আমি তলিয়ে যাব,
তবু তোমায় আঁকড়ে ভাসবো নাকো।
স্বার্থের পৃথিবী,
তুমি তোমার স্বার্থ নিয়ে থাকো......!