আজ কেনো যেনো মনে হচ্ছে,
একদিন তোমাকে আপন করে পাবো।
যে মনের এতো কাছে,
যে অনুভবের এতোটা নিকটবর্তী,
সে কখনো সারাটি জীবন দূরবর্তী থাকতে পারেনা।
এটাকে টেলিপ্যাথি বলবো নাকি কোনো,
কাকতালীয় ঘটনা জানিনা, কিছু জানিনা।
শুধু জানি শত মাইল দূরের,
একটা মানুষ কোনো ভনিতা না করে,
ফোন ধরা মাত্রই যখন বলে উঠে,
কি হয়েছে আপনার?
বিশ্বাস করো শরীরে তীব্র যন্ত্রণার ভেতরেও,
এই নিখাদ, নিগূঢ ভালোবাসায় জড়ানো,
একটি কাতর কন্ঠের জিগ্গাসা তখন সমস্ত,
শরীরটাতে শীতল বিদ্যুতের স্রোত বইয়ে দেয়।
আর মনটা ভেতর থেকে বলে উঠে,
এই টান বৃথায় যেতে পারেনা,
নিয়তি নিশ্চয় একদিন,
তোমাকে আমার নিকটে নিয়ে আসবে,
কাছের মানুষ চিরদিন পরবাসিনী হয়ে,
থাকতে পারে না, কখনো না।